শিল্পী উইলিয়াম টারনার – এর দেশ কোথায়

শিল্পী উইলিয়াম টারনার – এর দেশ কোথায়

  1. আমেরিকা
  2. সুইডেন
  3. জার্মান
  4. উপরের কোনোটিই নয়

Answer: বি:দ্র: এই প্রশ্নের উত্তর আমাদের অজানা।অনুগ্রহকপূর্বক নিজেই চেষ্টা করুন!

Explanation: Joseph Mallord William Turner বিশ্বের সর্বকালের সেরা নিসর্গ চিত্রশিল্পী । ২৩ এপ্রিল তাঁর জন্মদিন। জন্মসূত্রে টার্নার ছিলেন ইংরেজ। টার্নার – এর শিল্পপ্রতিভার খ্যাতি অল্প বয়েস থেকেই সারা ইংল্যাণ্ডে ছড়িয়ে পড়েছিল। একের পর এক অসাধারণ ছবি এঁকে তিনি শিল্পবোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরই মন জয় করেছিলেন। টার্নার – এর ছবির বিশেষত্ব এই যে সেগুলি নেহাত চোখ – ভোলানো নিসর্গচিত্র নয়। তাঁর কাজগুলি দেখলেই বোঝা যায় — তিনি কিভাবে প্রকৃতির অন্তরাত্মাকে উপলব্ধি করেছিলেন।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।