সতী ময়না ‘ ও ‘ লোরচন্দ্রানী” আখ্যানের রচয়িতা কে?
সতী ময়না ‘ ও ‘ লোরচন্দ্রানী” আখ্যানের রচয়িতা কে?
- দৌলত কাজী
- শাহ মুহম্মদ সগীর
- সৈয়দ সুলতান
- সৈয়দ হামজা
Answer: দৌলত কাজী
Explanation: ‘সতী ময়না ‘ ও ‘ লোরচন্দ্রানী” আখ্যানের রচয়িতা দৌলত কাজী।
দৌলত কাজী (কাজী দৌলত নামেও পরিচিত), ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ১৭শ শতাব্দীর প্রারম্ভে কোন এক সময় চট্টগ্রাম জেলার রাউজানে সুলতানপুরের কাজী পাড়ায় জন্ম গ্রহণ করেন।
তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিলো বাংলা। মধ্যযুগের অন্যান্য কবিদের মত তার কাজে তার পৃষ্ঠপোষক সম্পর্কে বর্ণনা থাকলেও নিজের সম্পর্কে তিনি কিছুই লিপিবদ্ধ করে যাননি।
তিনি “সতী ময়না ও লোর চন্দ্রানী” কাব্য রচনা করে বাংলার শক্তিমান কবিদের মাঝে নিজের অবস্থান করে নিয়েছেন।
Leave a Reply