সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?
সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?
- বীর প্রতীক
- বীর বিক্রম
- বীর উত্তম
- বীরশ্রেষ্ঠ
Answer: বীরশ্রেষ্ঠ
Explanation: ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের বীরত্বের জন্য চারটি বিভাগে খেতাব প্রদান করে। মোট ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়। ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম, ৪২৬ জন বীর প্রতীক।
উল্লেখ্য সর্বশেষ বীর – উত্তম পদক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর সহ মোট বীর – উত্তম ৬৯ জন। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাকে ২০১০ সালে মরণোত্তর বীর – উত্তম পদক প্রদান করা হয়।
Leave a Reply