সাজাহান’ নাটকটির নাট্যকার কে?

সাজাহান’ নাটকটির নাট্যকার কে?

  1. গিরিশচন্দ্র ঘোষ
  2. দ্বিজেন্দ্রলাল রায়
  3. শিশির ভট্টাচার্য
  4. মনোজ মিত্র

Answer: দ্বিজেন্দ্রলাল রায়

Explanation: ‘সাজাহান’ নামক ঐতিহাসিক নাটকটি দ্বিজেন্দ্রলাল রায় রচনা করেন। তার অন্যান্য বিখ্যাত নাটক হচ্ছে – তারবাঈ, নূরজাহান, চন্দ্রগুপ্ত, সিঙ্ঘল বিজয় ইত্যাদি। গিরিশচন্দ্র ঘোষের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে – সিরাজদ্দৌলা, চৈতন্যলীলা, সীতার বনবাস, রামের বনবাস, মুকুল্মুঞ্জরা, প্রফুল্ল, বলিদান ইত্যাদি।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।