সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য –

সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য –

  1. বাক্যের গঠন প্রক্রিয়ায়
  2. ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
  3. শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
  4. ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়

Answer: ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

Explanation: সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মূল পার্থক্য হয় সর্বনাম ও ক্রিয়াপদে। এছাড়াও বিশেষ্য পদের পার্থক্যও লক্ষণীয়। প্রমিত বা চলিত বাংলায় বিশেষ্য পদ অধিকাংশ ক্ষেত্রে তদ্ভব হয় কিন্তু সাধু ভাষায় অধিকাংশ ক্ষেত্রে তা তৎসম বা সংস্কৃত উৎসজাত হয়ে থাকে। তবে এ ভাষায় অসংস্কৃত বা বিদেশি শব্দ যে একেবারেই প্রবেশ করতে পারে না এমন নয়।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।