সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ?

সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ?

  1. বিশেষ্য ও বিশেষণ পদে
  2. ক্রিয়া ও সর্বনাম পদে
  3. বিশেষ্য ও ক্রিয়া পদে
  4. বিশেষণ ও ক্রিয়া পদে

Answer: ক্রিয়া ও সর্বনাম পদে

Explanation: সাধু ও চলিত রীতির মূল পার্থক্য সূচিত হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপভেদে। যেমন সাধু ও চলিত রূপ যথাক্রমে
বন্য – বুনো,
দেখিয়া – দেখে,
তাহার – তার।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।