সিএফসি কি ক্ষতি করে?
সিএফসি কি ক্ষতি করে?
- ওজোন স্তর ধ্বংস করে
- বায়ুর তাপ বৃদ্ধি করে
- এসিড বৃষ্টিপাত ঘটায়
- রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে
Answer: ওজোন স্তর ধ্বংস করে
Explanation: ১৯৭৪ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফ্রাংক সেরউড রোল্যান্ড ও তাঁর সহযোগী ড. মারিও জে. মলিনা ক্লোরোফ্লোরোকার্বনের (সি এফ সি)মতো দীর্ঘস্থায়ী হ্যালোকার্বন যৌগকে ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী করেন। তাঁদের এই মতবাদ রোল্যান্ড – মলিনাতত্ত্ব নামে পরিচিত।
Leave a Reply