সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়?

সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়?

  1. ১৭৫৭ সালে
  2. ১৭৫৮ সালে
  3. ১৮৫৭ সালে
  4. ১৯০৬ সালে

Answer: ১৮৫৭ সালে

Explanation: ১৮৫৭ – সিপাহী বিদ্রোহ শুরু হয়। ভারতে মিরাট শহরে ইস্ট – ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হওয়া ভারতীয় সেনাদের এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধও বলা হয়। বিদ্রোহের সূচনা হয়েছিলো মঙ্গল পাণ্ডে নামের সৈনিকের হাত ধরে। ধীরে ধীরে তা ছড়িয়ে পরে মিরাট, দিল্লি এবং ভারতের অন্য অংশে। তবে এই বিদ্রোহ বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি, তা দমন করা হয় নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী, শিশু বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হয়। ১৮৫৮ সালের ২০ জুন ভারতের গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পর সমগ্র বিদ্রোহ দমন করা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *