সুফীবাদকে ইসলাম ধর্মে সুপ্রতিষ্ঠিত করেছিলেন কে?

সুফীবাদকে ইসলাম ধর্মে সুপ্রতিষ্ঠিত করেছিলেন কে?

  1. ইমাম আবু হানিফা (র)
  2. আল রাফী
  3. ইমাম বোখারী (র)
  4. ইমাম গাযযালী (র)

Answer: ইমাম গাযযালী (র)

Explanation: সুফীবাদকে ইসলাম ধর্মে সুপ্রতিষ্ঠিত করেছিলেন ইমাম গাযযালী (র)।
আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল – গাজ্জালি (১০৫৮ – ১১১১) বাংলাদেশ সহ বিশ্বের অনেক অঞ্চলেই ইমাম গাজ্জালী হিসেবে বেশি পরিচিত, মুসলিম বিশ্বের অন্যতম শিক্ষাবিদ ইমাম আল – গাজ্জালির ১০৫৮ সালে ইরানের খোরাসানের তুশ নগরীতে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেন। তার পিতার নামটিও ছিল তার নামের অনুরূপ, মুহাম্মদ।
মুহাম্মদের পিতা অর্থাৎ ইমাম গাজ্জালী – এর দাদার নাম ছিল আহমদ। তার পিতা মুহাম্মদ তখনকার সময়ে একজন স্বনামধন্য সূতা ব্যাবসায়ী ছিলেন। গাজল অর্থ সূতা, নামকরনের এই সামঞ্জস্যতা তাই তার বংশকে গাজ্জালী নামে পরিচিত করেছে।
আবার কারো মতে তিনি হরিণের চক্ষু বিশিষ্ট অপরূপ সুদর্শন ছিলেন, আর গাজাল অর্থ হরিণ, তাই পিতা মাতা তাকে শৈশবে আদর করে গাজ্জালী বলে ডাকতেন। উভয় বর্ণনানুসারে তাকে গাজ্জালী বা গাজালীও বলা হয়।
তিনি সে সময়ে ইরানের শিক্ষা নিয়ে বেশ কিছু কাজ করেন। জ্ঞান অন্বেষণের জন্য তিনি দেশভ্রমণেও বেরিয়েছিলেন। ১১১১ সালে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *