সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম–
সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম–
- চুক্তিপত্র
- মানপত্র
- ব্যক্তিগতপত্র
- আবেদনপত্র
Answer: আবেদনপত্র
Explanation: সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিতত পত্রের নাম দরখাস্ত বা আবেদন পত্র।আবেদন পত্র লেখার সময় যার কাছে আবেদন পত্র দেয়া হয় তা সঠিক ভাবে লিখতে হয়।যেমন: বিদ্যালয় নিয়ে লেখার সময় প্রধান শিক্ষক,অফিস এ কারো কাছে আবেদন লিখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাম উল্লেখ করতে হয়।
Leave a Reply