স্পেনের রাজধানী কি?

স্পেনের রাজধানী কি?

  1. মাদ্রিদ
  2. বার্সেলোনা
  3. ভ্যালেন্সিয়া
  4. ভেনিস

Answer: মাদ্রিদ

Explanation: স্পেন রাজ্য ইউরোপ মহাদেশের দক্ষিণ – পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র।
শাসনব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র।
স্পেনের আয়তন ৫,০৫,৯৯০ কিমি২ (১,৯৫,৩৬০ মা২); আয়তনের বিচারে রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পরে স্পেন ইউরোপের ৪র্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ।
মাদ্রিদ স্পেনের বৃহত্তম নগর ও রাজধানী।
বার্সেলোনা, বালেন্সিয়া, সেবিইয়া, বিলবাও এবং মালাগা অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *