স্বর্গ থেকে বিতাড়ন’ — কার আঁকা?
স্বর্গ থেকে বিতাড়ন’ — কার আঁকা?
- মাসাচ্চো
- দিলাতেন
- লিওনার্দো দ্য ভিঞ্চি
- মাইকেল এঞ্জেলো
Answer: মাসাচ্চো
Explanation: চিত্রশিল্পী মাসাচ্চো (Masaccio) (১৪০১ – ১৪২৮ খ্রি.) ফ্লোরেন্সের সান্তা মারিয়া নোভেল্লা চার্চে ‘দ্য হলি ট্রিনিটি’ বা সর্গ থেকে বিতাড়ন (ইতালীয় ভাষায় Santa Trinità) নামে ১৪২৭-২৮ সালে একটি ফ্রেস্কো এঁকেছিলেন। সেখানেই প্রথম পারসপেকটিভের এই গাণিতিক সূত্রের ব্যবহার করা হয়। মাসাচ্চোর আঁকা ছবিতে এই পারসপেকটিভের গাণিতিক রীতি ব্যবহার দৃষ্টিনন্দন না হলেও তা ছিল আন্তরিক এবং সেই কারণে দর্শকের কাছে আবেদন রাখতে সফল।
Leave a Reply