হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
- লুই পা
- কাহ্ন পা
- ভুসুক পা
- টেন্টন পা
Answer: লুই পা
Explanation: হরপ্রসাদ শাস্ত্রী লুইপাকে চর্যার আদি কবি বলে অভিহিত করেন। তার মতে, লুইপা রাঢ় অঞ্চলের লোক। লুইপা মোট ২টি পদ লিখেছেন। তার মোট ৫টি সংস্কৃত গ্রন্থের নাম পাওয়া যায়।