হিজরী সন গণনা শুরু হয় কোন সালে?
- ৬০২ সালে
- ৬১৪ সালে
- ৬২২ সালে
- ৬২৪ সালে
Answer: ৬২২ সালে
Explanation: মুহাম্মাদ (সা:) মক্কার কাফেরদের ষড়যন্ত্রের কারণে ৬২২ সালের জুন মাসের শেষের দিকে একান্ত অনুসারী আবু বকর সিদ্দিকীকে সাথে নিয়ে গোপনে মক্কা ছেড়ে মদিনা চলে যান। যা হিজরত নামে পরিচিত। পরবর্তি আরবরা এই হিজরতের সময় থেকে হিজরি সাল গণনা শুরু করেন।
আনুষ্ঠানিকভাবে ৬৩৯ খ্রিস্টাব্দ থেকে হিজরি সন চালু হয়। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) হিজরি নববর্ষের গোড়াপত্তন করেন।