‘ হ্যারিপটার’ কি?
- এক জাতীয় ধাতব পাত্র
- সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
- একজাতীয় গুচ্ছবোমা
- এক ধরনের খেলনা
Answer: সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
Explanation: ‘হ্যারিপটার’ হলো সর্বাধিক বিক্রীত ও আলোচিত একটি শিশুতোষ সিরিজ বই। এর লেখিকা ইংল্যান্ডের জোয়ান ক্যাথরিন রলিংস। ১২/১৩ বছরের বালক হ্যারিপটার একটি জাদুকর পরিবারের ছেলে। গোল ফ্রেমের চশমার অ্যাডভেঞ্চারপ্রেমী কৌতূহলী বড় বড় চোখের এই ছেলে এবং ‘উইজার্ড’ স্কুলের নানারকম রহস্য ঘেরা চরিত্রগুলো হ্যারিপটারের অন্যতম আকর্ষণ।