হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
- ৫৫ বছর
- ৬৫ বছর
- ৭৫ বছর
- ৮৫ বছর
Answer: ৭৫ বছর
Explanation: হ্যালির ধূমকেতু প্রতি ৭৫ – ৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মাঝে মাঝে একে “কমেট হ্যালি” তথা “ধূমকেতু হ্যালি” নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে। এর অনেকগুলোই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে। কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে।
Leave a Reply