১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

  1. লর্ড মিন্টো
  2. লর্ড চেমফোর্ড
  3. লর্ড কার্জন
  4. লর্ড মাইন্ডব্যাটেন

Answer: লর্ড কার্জন

Explanation: বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে ১ম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়।
বাংলা বিভক্ত করে ফেলার ধারনাটি অবশ্য কার্জন থেকে শুরু হয়নি। ১৭৬৫ সালের পর থেকেই বিহার ও উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত ছিল। ফলে সরকারী প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসনক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *