১৯৪৭ সালে উপমহাদেশ বিভত্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরুপিত সীমারেখা-
- ম্যাকমোহন লাইন
- ডুরান্ড লাইন
- ম্যানারহেইম লাইন
- র্যাডক্লিফ লাইন
Answer: র্যাডক্লিফ লাইন
Explanation: র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখা হল ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ ও বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভাজন করে নবগঠিত।
ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারনকারী রেখা৷ এটি এই রেখার পরিকল্পক স্যার শেরিল র্যাডক্লিফ এর নামে নামাঙ্কিত৷
তিনি প্রায় ৮.৮ কোটি মানুষের বসতি ও সর্বমোট ১,৭৫,০০০ বর্গকিলোমিটার বিস্তৃৃত বাংলা ও পাঞ্জাব উভয় প্রদেশের জনবিন্যাসগত সুষ্ঠু বিভাজন পরিকল্পনার যুগ্মসভাপতি হিসাবে নিযুক্ত ছিলেন