”বড়ায়ি” কোন কাব্যের চরিত্র?

”বড়ায়ি” কোন কাব্যের চরিত্র? মনসামঙ্গল চন্ডীমঙ্গল শ্রীকৃষ্ণকীর্তন পদ্মাবতী Answer: শ্রীকৃষ্ণকীর্তন Explanation: ‘বড়ায়ি’ মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্যের চরিত্র। এ কাব্যের প্রধান চরিত্র হলো – কৃষ্ণ

আলাওল কোন রাজসভার কবি ছিলেন?

আলাওল কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা নাটোর রোসাঙ্গ ত্রিপুরা Answer: রোসাঙ্গ Explanation: আলাওল “রোসাঙ্গ” রাজসভার কবি ছিলেন । আরাকানকে বাংলা সাহিত্যে “রোসাং” বা “রোসাঙ্গ” নামে

কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়?

কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? চন্ডীদাস জ্ঞানদাস গোবিন্দদাস কৃষ্ণদাস Answer: গোবিন্দদাস Explanation: বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দদাসকে। তার আসল পদবি সেন। গোবিন্দদাসের কবিত্বগুণের সাথে বিদ্যাপতির

ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত খ্রিস্টাব্দে?

ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত খ্রিস্টাব্দে? ১৮০০ ১৮০১ ১৮০২ ১৮১০ Answer: ১৮০১ Explanation: ১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা

বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?

বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ সম্বাদ প্রভাকর জ্ঞানান্বেষণ তত্ত্ববোধিনী Answer: সম্বাদ প্রভাকর Explanation: বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা “সম্বাদ প্রভাকর” ১৮৩৯। এ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত “বঙ্গদর্শন” পত্রিকা কত সালে প্রকাশিত হয়?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত “বঙ্গদর্শন” পত্রিকা কত সালে প্রকাশিত হয়? ১৮৭১ ১৮৭২ ১৮৭৩ ১৮৮৫ Answer: ১৮৭২ Explanation: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত “বঙ্গদর্শন” পত্রিকা ১৮৭২ সালে প্রকাশিত হয়।

মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে?

মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? দীনবন্ধু মিত্র রাজনারায়ণ বসু সজনীকান্ত দাস ডি. এল. রায় Answer: রাজনারায়ণ বসু Explanation: মাইকেল মধুসূদন

”মহাশ্মশান” মহাকাব্যের রচয়িতার নাম–

”মহাশ্মশান” মহাকাব্যের রচয়িতার নাম– মাইকেল মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কায়কোবাদ Answer: কায়কোবাদ Explanation: মহাশ্মশান’ মহাকাব্যের রচয়িতা কায়কোবাদ। পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১ ) অবলম্বনে

কাজী নজরুল ইসলাম “অগ্নিবীণা” কাব্য কাকে উৎসর্গ করেন?

কাজী নজরুল ইসলাম “অগ্নিবীণা” কাব্য কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর চিত্তরঞ্জন দাশ সভাষচন্দ্র বসু বারীন্দ্রকুমার ঘোষ Answer: বারীন্দ্রকুমার ঘোষ Explanation: কাজী নজরুল ইসলাম “অগ্নিবীণা ”

কোনটি রবীন্দ্রনাথের ছোটগল্প নয়?

কোনটি রবীন্দ্রনাথের ছোটগল্প নয়? একরাত্রি দুরাশা দুরবস্থা মাস্টারমশাই Answer: দুরবস্থা Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। একরাত্রি, দুরাশা ও মাস্টারমশায় – ছোটগল্পের

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Categories

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।