CAAFKO কোথায় অবস্থিত?
- রংপুর
- ঢাকা
- খুলনা
- চট্টগ্রাম
Answer: চট্টগ্রাম
Explanation: কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) অ্যামোনিয়া/ইউরিয়া সার প্রস্ত্ততের রপ্তানিমুখী কারখানা যা বাংলাদেশ তথা এ অঞ্চলে এ ধরনের একমাত্র প্রতিষ্ঠান। বাংলাদেশে আরও ৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যামোনিয়া/ইউরিয়া সার উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে যা অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করে। কাফকো হচ্ছে দেশের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ বহুজাতিক যৌথউদ্যোগ প্রকল্প। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় মোট ২২.২৮ হেক্টর জমির উপর নির্মিত কাফকো একটি পূর্ণ সমন্বিত কমপ্লেক্স।