Culture is constantly evolving. (বাংলায় অনুবাদ কর)

Culture is constantly evolving. (বাংলায় অনুবাদ কর)

  1. সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে।
  2. সংস্কৃতি সর্বদা বিকৃত হচ্ছে।
  3. সংস্কৃতি সর্বদা বিসর্জিত হচ্ছে।
  4. কোনটিই নয়

Answer: সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে।

Explanation: অনুবাদ দুই প্রকার
১. আক্ষরিক অনুবাদ(Literal Translation): অক্ষরে অক্ষরে বা হুবহু যে অনুবাদ করা হয়।
২. ভাবানুবাদ(Faithful Translation): ভাব ঠিক রেখে ভিন্ন প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয়।
অনুবাদ করার সময়

কি বুঝবেন বা না বুঝবেন সেটা পরের কথা, প্রথমে সম্পূর্ণ অনুচ্ছেদটি আগে পড়ে ফেলবেন। এতে মূলভাব বুঝতে পারবেন ও অনুবাদে সহায়ক হবে, কথা ও গুছিয়ে নিতে পারবেন।
কোন শব্দ একেবারে না বুঝলে, ভাবের সাথে সঙ্গতি রেখে অনুবাদ করবেন বা ঐ শব্দটিই বাংলায় ব্যবহার করবেন।
ইংরেজি ভাষার উপর ভালো দখল রাখতে হবে, ও শব্দ – সম্ভার ভালো করে আয়ত্ত করতে হবে। রাতারাতি অনুবাদ শিখে ফেলবেন এমন ধারণা করার কোন কারণ নেই। দুটি ভাষার উপর ভালো দখল ও চর্চা ভালো অনুবাদের প্রথম শর্ত।
অনুবাদ শেষে একবার পড়ে দেখবেন, সেটা আসলেই অনূদিত হয়েছে কি না।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।