Clauses

পরিক্ষায় Clauses সাধারণত শুন্যস্থান পূরন হিসেবে আসে। 

Clause বাক্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। Complex এবং compound sentence- একের অধিক clause থাকে। 

Definition of Clause: কোনো বাক্যাংশের মধ্যে যদি একটি subject একটি finite verb থাকে এবং উহা যখন একটি পূর্ণ বাক্যের অংশ হিসেবে কাজ করে তখন তাকে Clause বলে

Kinds of Clauses Clauseকে সাধারণত তিনভাগে ভাগ করা হয়।

  1. Principal Clause বা Independent Clause 
  2. Subordinate Clause বা Dependent Clause
  3. Co-ordinate Clause

যে Clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো Clause-এর উপর নির্ভর করে না বরং নিজেই স্বয়ং সম্পূর্ণভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Clause বা Main Clause বলে

We enjoy the cricket match which was amazing.

যে Clause নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য Principal Clause-এর উপর নির্ভর করে তাকে Subordinate Clause/Dependent Clause বলে। Subordinate Clause সাধারণত একটি Subordinating Conjunction যেমন– when, while, before, after, till, until, who, which, whom, since, though, although, if, unless ইত্যাদি দিয়ে শুরু হয়।

Rahim said that he was good.

Classification of Subordinate Clause: 

  1.  Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause

কোনো Clause যদি Noun-এর কাজ করে তবে তাকে Noun Clause বলে। Noun Clause সাধারনত that, what, how, why, whether etc দ্বারা সূচিত হয়। আগেই উল্লেখ করা হয়েছে যে ৬টি বিষয় Noun-এর কাজ করে। কোনো Clause যদি এই ৬টি অবস্থানে আসে তাহলে তাকে Noun Clause হিসেবে গণ্য করতে হবে। সেই ৬টি বিষয় হলো:

A. Subject:

That he is very intelligent is known to me.

B. Object:

I know where he lives. 

Hints: Where দেখে অনেকে মনে করেন এটি Adverbial Clause কিন্তু আসলে এটি know verb এর object হওয়ায় Noun Clause হবে।

He asked me why I was late.

Hints: Ask verb-টি একটি di-transitive verb বা দ্বিকর্ম বিশিষ্ট ক্রিয়া Me হচ্ছে উহার ১ম object, আর উক্ত clause-টি হয় object হওয়ায় Noun Clause হয়েছে।

C. Preposition-এর object:

Listen to what I say.

We cannot depend on what he said.

D. Subject Complement:

The question is how he will respond.

E) Object Complement:

We named our house what he suggested.

You may call the man whatever you like.

F. Appositive:

The news that he has come back is not true.

Hints: এখানে Clause-টি necus-এর পরিচিতিমূলক বর্ণনা, তাই Noun Clause, কিন্তু that clause যদি nervs-কে modify করে তাহলে তা Adjective Clause হবে। যেমন

The news that you gave me is not true.

Note: Subject + be verb + adjective + that clause হয় সেগুলোর That clause-কে Noun Clause হিসেবে গণ্য করা হয়। যেমন

Tam glad that you have passed the exam.

It is obvious that he was wrong

যে Clause কোনো Noun বা Pronoun-এর পরে বসে এটিকে বিশেষিত (modify) করে তাকে Adjective Clause বলে। ধরনের Clause-এর শুরুতে who, whom, whose, which, that, where, when, why of Conjunction থাকে। সাধারণভাবে Adjective Clause-গুলো relative pronoun দ্বারা শুরু হয়ে থাকে Adjective Clause-এর Relative Pronoun নিম্নোক্ত অবস্থান নিতে পারে :

A. Subject: The man who came here is my brother.

B. Object: The man whom you saw here is my brother.

C. Object of Preposition The man to whom you spoke is my brother.

D. Possessive: The man whose car broke down is my brother.

>>>Adjective Clause-এর Relative Pronoun যদি object-এর স্থলে থাকে তাহলে সেই Relative Pronoun-কে বাদ দেয়া যায়। 

যেমন— The man whom you saw here is brother বাক্যটিতে Whom, object-এর  থাকায় এটিকে বাদ দিয়ে লেখা যায় এভাবে

The man you saw here is my brother.

The news he gave me was false.

>>>Adjective Clause-এর Relative Pronoun যদি Preposition-এর  Object-এর স্থলে বসে তাহলে সেই relative pronoun-কে বাদ দেয়া যায়। তবে শর্ত হলো। তখন Preposition-টি clause-এর verb-এর পরে বসে।

যেমন—The man you spoke to is my brother.

>>>When, where, why বা how দিয়ে শুরু হওয়া কোনো Clause যদি তার পূর্ববর্তী Noun/Pronoun- কে modify বা বিশেষিত করে তখন Clause-টি Adjective Clause হয়ে যায়।

I remember the place where I was born.

I knew the reason why he was angry.

যে clause টি verb কে modify করে তাকে Adverbial clause বলে। সাধারণত verb-কে when, where, why, how দ্বারা প্রশ্ন করলে প্রাপ্ত উত্তরটি Adverbial Clause হবে

 I shall go where he lives. 

দুটি সমজাতীয় Principal clause যদি কোন Co-ordinating Conjunction দ্বারা যুক্ত হয় তখন তাকে Co-ordinate clause বলে। সাধারণত And, or, but, so দ্বারা Co-ordinate Clause যুক্ত হয়ে থাকে। 

I took no notice of him, so he flew into rage.

মুখস্থ করে English Language/ Grammer আয়ত্ব করার চাইতে অনুশিলন করা  বেশি জরুরি। 

Wrong shortcode initialized