The Number

BCS প্রিলিতে সাধারণত কোন একটি Naun দেওয়া থাকে এটা Singular নাকি  Plural তা identify করতে বলা হয় অথবা Singular to Plural | Plural to Singular identify করতে বলা হয়।

* *এখানে সবগুলো নিয়মই গুরুত্বপূর্ন  *Uncountable Noun Singular. 

Number মানে হলো সংখ্যার ধারণা। কোনো ব্যক্তি,বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বা বচন বলা হয়।

Number দুই প্রকার:

  1. Singular number বচন (একবচন)
  2. Plural number বচন (বহুবচন)

Singular Number: যে Word দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর একটি  সংখ্যা প্রকাশ করে তাকে Singular Number বলে। অর্থাৎ, Singular Number দ্বারা একটি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়।

Example:  I, It, me, him, pen, book, table, etc.

Plural Number: যে Word দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর একাধিক সংখ্যা প্রকাশ করে তাকে Plural Number বলে। অর্থাৎ, Plural Number দিয়ে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে।

Example: We, they, us, them, pens, masters, teachers, etc.

Singular number থেকে plural number এ পরিবর্তন করার নিয়ম:

Singular Number এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es বসে। যেমন:

Basis – Bases

Crisis – Crises

Analysis – Analyses

কোন singular Noun এর শেষে f/fe থাকলে plural করার সময় f/fe এর পরিবর্তে ves হয়। যেমন:

Half – Halves

Thief – Thieves

Self – Selves

Singular number এর শেষে U থাকলে plural করার সময় U এর পরিবর্তে X/S যোগ করতে হবে। যেমন:

Bureau – Bureaux /Bureaus

Adieu – Adieux/Adieus

Platea – Plateaus

Singular Number এর শেষে on থাকলে plural করার সময় on এর পরিবর্তে a বসে। যেমন:

Phenomenon – Phenomena

Criterion – Criteria

Singular Number এর শেষে a থাকলে plural করার সময় a এর পরিবর্তে s/e বসে। যেমন:

Dogma – Dogmas/Dogmata

Alumna – Alumnae

Stigma – Stigmas/ Stigmata

বিদেশি (ইংরেজি নয় এমন) singular number কে plural করার সময় um এর পরিবর্তে a বসে। যেমন:

Agendum – Agenda

Medium – Media

Memorandum – Memoranda

Singular Number এর শেষে us থাকলে plural করার সময় us পরিবর্তে i বসে। অথবা us এর সাথে i যোগ হয়। যেমন:

Focus – foci/ focuses

Syllabus – syllabi/syllabuses

Genius – genii/ geniuses

Singular Number এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es বসে। যেমন:

Basis – Bases

Crisis – Crises

Analysis – Analyses

এমন কতগুলো noun আছে যাদের মধ্যকার vowel পরিবর্তন করে singular থেকে plural করা হয়। এগুলো হলো:

foot (পায়ের পাতা) – feet

goose (রাজহংসী) – geese

louse (উকুন) – lice

man (মানুষ)- men

mouse (ইঁদুর) – mice

tooth (দাঁত) – teeth

woman (মহিলা)- women

কিছু Noun দেখতে Singular হলেও আসলে তা plural. যেমন:

Mankind

Cattle

Public

People

Poultry

Government

Aristocracy

Peasantry

Police

Nobility

Majority

Vermin

Gentry

Tenantry

 

Noun পড়তে গিয়ে আপনারা জেনেছন যে কিছু uncountable noun সর্বদাই singular হয়। যেমন:

Furniture

Information

Baggage

Scenery

Traffic

Bread

Knowledge

Machinery

Poetry

Money

Advice

 

কিছু noun রয়েছে যাদের singular এবং plural form একই থাকে। যেমন:

Aircraft

Apparatus

Canon

Gross

Sheep

Species

Price

Swine

Salmon

Fish

Troop

Stone

Innings

Pair

 

The Gender

শুধুমাত্র Naun এর Gender হয়। প্রতিযোগিতামূলক পরিক্ষাত কোন একটি শব্দ দেওয়া থাকে ওই শব্দের বিপরিত Gender identify করতে হয়। অথবা শব্দটি কোন Gender তা identify করতে হয়। 

ইংরেজি ভাষায় এমন কিছু সুনির্দিষ্ট শব্দ আছে যেগুলো দিয়ে শুধু পুরুষ বা নারীকে বুঝায় অথবা উভয়কে বুঝায় অথবা এদের কাউকে না বুঝিয়ে অন্য কোনো অচেতন পদার্থকে বুঝায়। এই শব্দ বা word গুলোকে Gender বলে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

Gender প্রধানত চার প্রকার। যথা-

Masculine gender (পুং লিঙ্গ ): যে সকল noun বা pronoun দ্বারা পুরুষ বোঝায় অথবা যে সকল noun সম্পন্ন, তাকে masculine gender বলে।For example: Father, Brother, Rahim, Drone (মৌমাছি), Man, He etc.

Feminine gender (স্ত্রীলিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা স্ত্রী বোঝায় অথবা যে সকল noun স্ত্রী/মেয়ে/মহিলা সমগুণ সম্পন্ন, তাকে feminine gender বলে।

For example: Mother, Sister, Rita, Bee (মৌমাছি), Woman, She, etc.

Common gender (উভয় লিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা বোঝা যায় না যে, সেকি স্ত্রী লিঙ্গ নাকি পুলিঙ্গ এমন noun বা pronoun কে common gender বলে।


For example: Baby- শিশু, Parent- বাবা/মা, Child-শিশু, Friend-বন্ধু, Infant (শিশু), Passenger- যাই, Relative- আয়, Student / ছাত্রী, Teacher- শিক্ষক, Guardian- অভিভাবক, Cousin চাচাতো ভাই বোন, Calf (বাছুর), Spouse etc.

Neuter gender (কীৰ লিঙ্গ): যে সকল noun/pronoun দ্বারা কোনো জজ বিষয়ক (non-living and lifeless things) বোঝায়, তাকে neuter gender বলে।

Example: Pen, Table Rock, Water, Milk, Stone, Computer, Mobile, etc.

0
Created on

ভৌগোলিক উপনাম বিখ্যাত ব্যক্তিত্ব ও গ্রন্থ

Daily Model Test এখুনি অংশগ্রহণ করুন।

1. নিশিথ সূর্যের দেশ কাকে বলা হয়?

2. হ্যারিপটার কি?

3. Who is called the "Lady with the Lamp" ?

4. প্রথম সংকলিত হাদীস গ্রন্থ কোনটি?

5. নিচের কোন দেশেকে হাজার দ্বীপের দেশ বলা হয়?

6. War and Peace' গ্রন্থের লেখক-

7. সম্রাট নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেয়া হয়?

8. ”সবুজ গ্রহ” বলা হয় কাকে?

9. চির শান্তির শহর বলা হয় কোন শহরকে ?

10. মসজিদের শহর বলা হয় কোনটিকে?

11. ইউরোপের দ্বার বলা হয়

12. একাত্তরের ডায়রী - গ্রন্থটির রচয়িতা কে?

13. কোনটিকে বলা হয় 'নিশীথ সূর্যের দেশ'?

14. হোচিমিন নগরীর পূর্বনাম কি?

15. India Wins Freedom' --গ্রন্থটির লেখক কে?

16. নেপোলিয়নকে কোন মহাসাগরের দ্বীপে নির্বাসন দেয়া হয়?

17. হো চি মিন ছিলেন-

18. কোন বাট্টা দুঘরা নগদান বইতে দেখানো হয় ?

19. Cowards die many times before their death', Who wrote this?

20. আত্মজীবনীমূলক বই'Beyond the lines' এর রচয়িতা কে?

21. A Brief History of Time" শীর্ষক গ্রন্থের লেখক কে?

22. ‘A Long Walk to Freedom' বইটির লেখক কে?

23. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?

24. চির শান্তির বলা হয় কোন শহর কে?

25. The God of Small Things' বইটি কার লিখা/

26. মাইকেল এঞ্জেলা কোন দেশের শিল্পী?

27. কোন শহরের উপনাম “বিগ আপেল”?

28. নেলসন ম্যান্ডেলা' তার দেশের মানুষের কাছে কি নামে পরিচিত ছিলেন?

29. কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়?

30. A Brief History of Time- গ্রন্থটির রচয়িতা কে?

31. ম্যাক্সিম গোর্কি কে ছিলেন?

32. এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ " The wealth of Nations " কত সালে প্রকাশিত হয়?

33. The Audacity of Hope' বইটি কার লেখা?

34. Long Walk to Freedom' is whose biography?

35. Who is the writer of the book 'A Long Walk to Freedom' ?

36. মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন-

37. নিচের কোন শহর টিকে বাতাসের শহর বলা হয়?

38. রুটির ঝুড়ি' বলা হয়-

39. বিশ্বের কোন শহরকে “দক্ষিণের রাণী” বলা হয়?

40. Wings of Fire গ্রন্থের রচয়িতা কে?

Your score is