The Number
BCS প্রিলিতে সাধারণত কোন একটি Naun দেওয়া থাকে এটা Singular নাকি Plural তা identify করতে বলা হয় অথবা Singular to Plural | Plural to Singular identify করতে বলা হয়।
* *এখানে সবগুলো নিয়মই গুরুত্বপূর্ন *Uncountable Noun Singular.
Number মানে হলো সংখ্যার ধারণা। কোনো ব্যক্তি,বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বা বচন বলা হয়।
Number দুই প্রকার:
- Singular number বচন (একবচন)
- Plural number বচন (বহুবচন)
Singular Number: যে Word দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর একটি সংখ্যা প্রকাশ করে তাকে Singular Number বলে। অর্থাৎ, Singular Number দ্বারা একটি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়।
Example: I, It, me, him, pen, book, table, etc.
Plural Number: যে Word দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর একাধিক সংখ্যা প্রকাশ করে তাকে Plural Number বলে। অর্থাৎ, Plural Number দিয়ে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে।
Example: We, they, us, them, pens, masters, teachers, etc.
Singular number থেকে plural number এ পরিবর্তন করার নিয়ম:
Singular Number এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es বসে। যেমন:
Basis – Bases |
Crisis – Crises |
Analysis – Analyses |
কোন singular Noun এর শেষে f/fe থাকলে plural করার সময় f/fe এর পরিবর্তে ves হয়। যেমন:
Half – Halves |
Thief – Thieves |
Self – Selves |
Singular number এর শেষে U থাকলে plural করার সময় U এর পরিবর্তে X/S যোগ করতে হবে। যেমন:
Bureau – Bureaux /Bureaus |
Adieu – Adieux/Adieus |
Platea – Plateaus |
Singular Number এর শেষে on থাকলে plural করার সময় on এর পরিবর্তে a বসে। যেমন:
Phenomenon – Phenomena |
Criterion – Criteria |
Singular Number এর শেষে a থাকলে plural করার সময় a এর পরিবর্তে s/e বসে। যেমন:
Dogma – Dogmas/Dogmata |
Alumna – Alumnae |
Stigma – Stigmas/ Stigmata |
বিদেশি (ইংরেজি নয় এমন) singular number কে plural করার সময় um এর পরিবর্তে a বসে। যেমন:
Agendum – Agenda |
Medium – Media |
Memorandum – Memoranda |
Singular Number এর শেষে us থাকলে plural করার সময় us পরিবর্তে i বসে। অথবা us এর সাথে i যোগ হয়। যেমন:
Focus – foci/ focuses |
Syllabus – syllabi/syllabuses |
Genius – genii/ geniuses |
Singular Number এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es বসে। যেমন:
Basis – Bases |
Crisis – Crises |
Analysis – Analyses |
এমন কতগুলো noun আছে যাদের মধ্যকার vowel পরিবর্তন করে singular থেকে plural করা হয়। এগুলো হলো:
foot (পায়ের পাতা) – feet |
goose (রাজহংসী) – geese |
louse (উকুন) – lice |
man (মানুষ)- men |
mouse (ইঁদুর) – mice |
tooth (দাঁত) – teeth |
woman (মহিলা)- women |
কিছু Noun দেখতে Singular হলেও আসলে তা plural. যেমন:
Mankind | Cattle | Public |
People | Poultry | Government |
Aristocracy | Peasantry | Police |
Nobility | Majority | Vermin |
Gentry | Tenantry |
Noun পড়তে গিয়ে আপনারা জেনেছন যে কিছু uncountable noun সর্বদাই singular হয়। যেমন:
Furniture | Information | Baggage |
Scenery | Traffic | Bread |
Knowledge | Machinery | Poetry |
Money | Advice |
কিছু noun রয়েছে যাদের singular এবং plural form একই থাকে। যেমন:
Aircraft | Apparatus | Canon |
Gross | Sheep | Species |
Price | Swine | Salmon |
Fish | Troop | Stone |
Innings | Pair |
The Gender
শুধুমাত্র Naun এর Gender হয়। প্রতিযোগিতামূলক পরিক্ষাত কোন একটি শব্দ দেওয়া থাকে ওই শব্দের বিপরিত Gender identify করতে হয়। অথবা শব্দটি কোন Gender তা identify করতে হয়।
ইংরেজি ভাষায় এমন কিছু সুনির্দিষ্ট শব্দ আছে যেগুলো দিয়ে শুধু পুরুষ বা নারীকে বুঝায় অথবা উভয়কে বুঝায় অথবা এদের কাউকে না বুঝিয়ে অন্য কোনো অচেতন পদার্থকে বুঝায়। এই শব্দ বা word গুলোকে Gender বলে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
Gender প্রধানত চার প্রকার। যথা-
Masculine gender (পুং লিঙ্গ ): যে সকল noun বা pronoun দ্বারা পুরুষ বোঝায় অথবা যে সকল noun সম্পন্ন, তাকে masculine gender বলে।For example: Father, Brother, Rahim, Drone (মৌমাছি), Man, He etc.
Feminine gender (স্ত্রীলিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা স্ত্রী বোঝায় অথবা যে সকল noun স্ত্রী/মেয়ে/মহিলা সমগুণ সম্পন্ন, তাকে feminine gender বলে।
For example: Mother, Sister, Rita, Bee (মৌমাছি), Woman, She, etc.
Common gender (উভয় লিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা বোঝা যায় না যে, সেকি স্ত্রী লিঙ্গ নাকি পুলিঙ্গ এমন noun বা pronoun কে common gender বলে।
For example: Baby- শিশু, Parent- বাবা/মা, Child-শিশু, Friend-বন্ধু, Infant (শিশু), Passenger- যাই, Relative- আয়, Student / ছাত্রী, Teacher- শিক্ষক, Guardian- অভিভাবক, Cousin চাচাতো ভাই বোন, Calf (বাছুর), Spouse etc.
Neuter gender (কীৰ লিঙ্গ): যে সকল noun/pronoun দ্বারা কোনো জজ বিষয়ক (non-living and lifeless things) বোঝায়, তাকে neuter gender বলে।
Example: Pen, Table Rock, Water, Milk, Stone, Computer, Mobile, etc.