GEP ব্যবহার করা হয় যোগাযোগের জন্য।
- আভ্যন্তরীণ
- আন্তর্জাতিক
- ক ও খ উভয়
- গোপনীয়
Answer: আভ্যন্তরীণ
Explanation: গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট সংক্ষেপে GEP নামে পরিচিত। দ্রুত ও নিরাপদে চিঠি পাঠানোর জন্য GEP ব্যবস্থা বেশ জনপ্রিয় হয়েছিল। একইভাবে সুলভে পার্সেল করার সুযোগ ছিল ডাক বিভাগে। ডাক বিভাগের সেবাগুলো নিয়েই দেশে এখন অসংখ্য বেসরকারি কুরিয়ার সার্ভিস লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করছে।এটি মূলত আভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহার করা হয় ।