In the land border agreement between Bangladesh and India, how many Indian enclaves did Bangladesh get?
In the land border agreement between Bangladesh and India, how many Indian enclaves did Bangladesh get?
- 51
- 91
- 111
- none of these
Answer: 111
Explanation: বাংলাদেশ ভারতের ছিটমহল বিনিময় চুক্তিতে বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ছিটমহল ছিল।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সুনির্দিষ্ট করতে ভারতের রাজধানী নয়াদিল্লি ১৬ মে ১৯৭৪ একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইন্দিরা মুজিব চুক্তি নামেও পরিচিত । ২৩ নভেম্বর ১৯৭৪ বাংলাদেশের সংবিধান (তৃতীয় সংশোধনী )আইন,১৯৭৪ এর মাধ্যমে এটি বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হলেও যে দীর্ঘ ৪০ বছর পর ভারতের রাজ্য সভায় ৬ মে ২০১৫ এবং ৭ মে ২০১৫ লোক সভায় সর্বসম্মতিক্রমে এ স্থলসীমান্ত চুক্তি পাস হয় । ফলে বাংলাদেশ লাভ করে ১১১টি ছিটমহল আর ভারত পায় ৫১টি ছিটমহল ।
Leave a Reply