MS Excel -এ সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি?
- Sum(C9:C12)
- Sum ( C9 : C12)
- Sum = ( C9 : C12)
- = Sum(C9:C12)
Answer: = Sum(C9:C12)
Explanation: এটি মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) এর একটি ফর্মুলা। Formula লেখার জন্য সমান চিহ্ন ব্যবহার করে Function Name, তারপর সংশ্লিষ্ট সমীকরণ লিখতে হয়। উপরের সমীকরণ দেখলে বোঝা যায় SUM Function এর দুইটি অংশ। প্রথম অংশটি C9 যা C কলামের 9নং Row বুঝায়। দ্বিতীয় অংশটি C12 যা C কলামের 9নং Row বুঝায়। অর্থাৎ, উক্ত সমীকরণ C9 cell থেকে C12 cell পর্যন্ত সকল সংখ্যার যোগফল প্রকাশ করে।