”বড়ায়ি” কোন কাব্যের চরিত্র?

”বড়ায়ি” কোন কাব্যের চরিত্র?

  1. মনসামঙ্গল
  2. চন্ডীমঙ্গল
  3. শ্রীকৃষ্ণকীর্তন
  4. পদ্মাবতী

Answer: শ্রীকৃষ্ণকীর্তন

Explanation: ‘বড়ায়ি’ মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্যের চরিত্র।
এ কাব্যের প্রধান চরিত্র হলো – কৃষ্ণ ও রাধা।
‘চণ্ডীমঙ্গল’ কাব্যের প্রধান চরিত্র – ফুল্লরা, কালকেতু, ধনপতি।
মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র হলো – চাঁদ সওদাগর, বেহুলা ও লখিন্দর।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।